ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

করোনায় আক্রান্ত গ্রামের মানুষ হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না: রিজভী

মফস্বলে যে মানুষগুলো করোনায় আক্রান্ত হচ্ছেন তারা হাসপাতালে কোনো চিকিৎসা পাচ্ছেন না। গণটিকার নামেও চলছে অব্যবস্থাপনা। চারদিকে একটা বিপন্ন অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুর নগর বিএনপির ‘কভিড-১৯’ সহায়তা সেন্টার থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।


বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, গ্রামের মানুষ ওষুধ, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী কিছুই পাচ্ছেন না। এটা একটা বিপন্ন অবস্থা। ‘সরকারি দলের নেতারা এসব এড়িয়ে যেতে বিরোধী দলকে টার্গেট করছেন।’


সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আপনারা গণটিকার নামে অব্যবস্থাপনা তৈরি করেছেন। হাজার হাজার মানুষ লাইনে দাড়িয়েও টিকা পাচ্ছেন না। আগে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাদের বেশির ভাগ এসএমএস পাচ্ছেন না।’


তিনি বলেন, প্রকৃতপক্ষে মানুষকে টিকা দিতে ব্যর্থ হয়ে বিরোধী দলকে দোষারোপের মাধ্যমে সরকার পার পেতে চাচ্ছে। সরকারের দুর্নীতি ও অনিয়ম ঢাকতেই হাছান মাহমুদ সাহেবরা বিরোধী দলকে টার্গেট করছেন। তাদের কথাতেই এটা প্রমাণিত হয়। দেশব্যাপী গণটিকা দিতে যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটি নিতে পারেননি সরকার। তারা মূলত আমলা নির্ভর হয়ে পড়েছেন।


সম্প্রতি নিজের টিকা নেওয়া নিয়ে সরকার দলীয় কিছু নেতার নেতিবাচক মন্তব্যের জবাবে বিএনপির এ নেতা বলেন, আমরা আগে বলেছিলাম ভারতের সেরাম ইনস্টিটিউটে যে টিকা বানানো হয়েছে সেই টিকা নেব না। কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে ওই টিকা ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে। ‘সে জন্য আমি বলেছিলাম সেরামের টিকা নেব না। এ বক্তব্য তারা (সমালোচক) ভালোকরে শুনেননি। আমি এখন যে টিকা নিয়েছি সেটা মডার্নার টিকা।’


দলটির চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শওকত হোসেন সরকার প্রমুখ।

ads

Our Facebook Page